পাকিস্তান সুপার লীগ

পাকিস্তান সুপার লীগ (PSL) (উর্দু: پاکستان سپر لیگ) হল একটি পাকিস্তানী পেশাদার টুয়েন্টি২০ ক্রিকেট লীগ প্রতিযোগিতা যেখানে প্রতিনিধিত্বমূলক ৬টি শহরের ক্লাবকে নিয়ে গঠন করা হয়েছে। এটির সদর দফতর লাহোরে অবস্থিত। মূলত প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও পিএসএল নামে বা ব্যাপকভাবে পাকিস্তানে প্রিমিয়ার ক্রিকেট লীগ নামে বিবেচনা করা হয়।

পাকিস্তান সুপার লীগ
পাকিস্তান সুপার লীগের লোগো
দেশ পাকিস্তান
ব্যবস্থাপকপাকিস্তান ক্রিকেট বোর্ড
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্ট২০১৬
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড রবিন এবং প্লেঅফ
দলের সংখ্যা (চলমান)
টিভিসম্প্রচারকারী তালিকা
ওয়েবসাইটpsl-t20.com
২০১৬ পাকিস্তান সুপার লীগ

পাকিস্তান সুপার লীগ ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারীতে তারিখে শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং বিদ্যমান হায়ার টি২০ কাপ এর শিরোনাম পরিবর্তন করে পাকিস্তান সুপার লীগ নামে প্রতিস্থাপন করা হয়। প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বের অত্যন্ত সুদক্ষ খেলোয়াড়দের সমন্বয়ে তৈরী করা হয়েছে এবং বর্তমানে বিশ্বের প্রায় ১১টি ভিন্ন দেশ থেকে খেলোয়াড়দের সাথে চুক্তিনামায় স্বাক্ষর করা হয়েছে (৯টি পূর্ণ এবং ২টি সহযোগী সদস্য দেশ)। পাকিস্তানি খেলোয়াড়দের সংখ্যাগরিষ্ঠার ভিত্তিতে প্রতিযোগিতাটি গঠন করা হবে।

ফ্র্যান্চাইজিং প্রথম বাণিজ্যিকভাবে স্বত্ব ২০১৫ সালের ডিসেম্বরে ১০ বছরের জন্য $৯৩ মিলিয়ন বিনিময়ে কিনে নেয়।[1]

দলসমূহ

সম্প্রচার

দেশ বছর চ্যানেল
 পাকিস্তান ২০১৬–বর্তমান পিটিভি স্পোর্টস
টেন স্পোর্টস
জিও সুপার
 সংযুক্ত আরব আমিরাত ২০১৬–বর্তমান ওএসএন
 যুক্তরাজ্য ২০১৬–বর্তমান প্রাইম টিভি
 বাংলাদেশ ২০১৬–বর্তমান গাজী টিভি
 ওয়েস্ট ইন্ডিজ ২০১৬–বর্তমান ফ্লো টিভি

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Pakistan Super League marches on!"PCB। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.