মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
ধরনফাজিল মাদ্রাসা
স্থাপিত১৯৬০
অধ্যক্ষমোহাম্মদ আবদুল হালিম
অবস্থান,
শিক্ষাঙ্গনইছাখালী, মীরসরাই, চট্টগ্রাম

অবস্থান

বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামে এ মাদ্রাসাটি অবস্থিত।[1]

ইতিহাস

এটি ১৯৪৫ সালে মক্তব হিসেবে প্রতিষ্ঠালাভের পর ক্রমান্বয়ে ১৯৬০ সালে ইসলামিয়া মাদ্রাসা, ১৯৮১ সালে দাখিল, ১৯৮৯ সালে আলিম এবং ২০০৯ সালে ফাজিল অনুমোদন লাভ করে।[1]

পরিচালনা ব্যবস্থা

শিক্ষক-শিক্ষার্থী

মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল হালিম। বর্তমানে নয় শতাধিক শিক্ষার্থী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[1]

অবকাঠামো

মাদ্রাসা ভবনটি একটি দ্বিতল ভবন।

পর্যায়

এ মাদ্রাসায় ফাজিল (ডিগ্রী) পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়।

কৃতিত্ব ও ফলাফল

বিগত বছরের পাশের হার ৯৯%।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.