মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
ধরন | ফাজিল মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯৬০ |
অধ্যক্ষ | মোহাম্মদ আবদুল হালিম |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | ইছাখালী, মীরসরাই, চট্টগ্রাম। |
অবস্থান
বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামে এ মাদ্রাসাটি অবস্থিত।[1]
ইতিহাস
এটি ১৯৪৫ সালে মক্তব হিসেবে প্রতিষ্ঠালাভের পর ক্রমান্বয়ে ১৯৬০ সালে ইসলামিয়া মাদ্রাসা, ১৯৮১ সালে দাখিল, ১৯৮৯ সালে আলিম এবং ২০০৯ সালে ফাজিল অনুমোদন লাভ করে।[1]
পরিচালনা ব্যবস্থা
শিক্ষক-শিক্ষার্থী
মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল হালিম। বর্তমানে নয় শতাধিক শিক্ষার্থী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[1]
অবকাঠামো
মাদ্রাসা ভবনটি একটি দ্বিতল ভবন।
পর্যায়
এ মাদ্রাসায় ফাজিল (ডিগ্রী) পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়।
কৃতিত্ব ও ফলাফল
বিগত বছরের পাশের হার ৯৯%।[1]
আরও দেখুন
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.