বারশত ইউনিয়ন

বারশত বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বারশত
ইউনিয়ন
২নং বারশত ইউনিয়ন পরিষদ
বারশত
বাংলাদেশে বারশত ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১১′৫৫″ উত্তর ৯১°৫০′২৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা
সরকার
  চেয়ারম্যানএম এ কাইয়ুম শাহ
আয়তন
  মোট১২.৯৮ কিমি (৫.০১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৬,৬৫৪
  জনঘনত্ব২১০০/কিমি (৫৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৯.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

বারশত ইউনিয়নের আয়তন ৩২০৮ একর (১২.৯৮ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বারশত ইউনিয়নের লোকসংখ্যা ২৬,৬৫৪ জন। এর মধ্যে পুরুষ ১৩,৭০৭ জন এবং মহিলা ১২,৯৪৭ জন।[1]

অবস্থান ও সীমানা

আনোয়ারা উপজেলার পশ্চিমাংশে বারশত ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে রায়পুর ইউনিয়ন, পূর্বে বটতলী ইউনিয়ন, উত্তরে বৈরাগ ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলি নদীর মোহনা ও বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বারশত ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বারশত
  • বোয়ালিয়া
  • তালিতাতলী
  • দুধকুমড়া
  • গোবাদিয়া
  • গুন্দ্বীপ
  • পশ্চিমচাল

[2]

ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম মহকুমার অধীনে বর্তমান বারশত এই ১টি গ্রাম নিয়ে বারশত ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্টের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে আলী আহমদ বি.কম. গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য ডাঃ রেয়াজ উদ্দীন সরকান প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক বারশত গ্রামকে পৃথক করে বারশত ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ৭টি ছোট বড় গ্রাম মিলিয়েই বারশত ইউনিয়ন পরিষদ।[3]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বারশত ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৪%।[4] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল এন্ড কলেজ

[5]

মাদ্রাসা
  • ভক্তিয়াপাড়া চার পীর আউলিয়া আলিম মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • ভক্তিয়াপাড়া চার পীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়

[6]

প্রাথমিক বিদ্যালয়
  • গুন্দ্বীপ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুন্দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুধকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়

[7]

যোগাযোগ ব্যবস্থা

বারশত ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক শিকলবাহা-রায়পুর সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

বারশত ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলি নদী। এছাড়া এ ইউনিয়নের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে পারকি বাজার খাল, গুন্দ্বীপ পাড়া খাল এবং গোবাদিয়া খাল।[8]

হাট-বাজার

বারশত ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মিন্নত আলী দোভাষীর হাট।[9]

দর্শনীয় স্থান

[10]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: এম এ কাইয়ুম শাহ[11]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আলী আহমদ
০২ মোহাম্মদ ইছহাক চৌধুরী
০৩ আবদুচ ছালাম চৌধুরী
০৪ এম এ হান্নান চৌধুরী মঞ্জু
০৫ ইলিয়াছ কাঞ্চন
০৬ মোহাম্মদ হাসান চৌধুরী
০৭ এম এ কাইয়ুম শাহ ২০১৬-বর্তমান

[12]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "আনোয়ারা উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd
  3. "বারশত ইউনিয়নের ইতিহাস - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd
  4. "National Reports Union Statistics" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯
  5. "কলেজ - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd
  6. "মাধ্যমিকবিদ্যালয় - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41106&union=02%5B%5D
  8. "খাল ও নদী - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd
  9. "হাট বাজারের তালিকা - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd
  10. "দর্শনীয়স্থান - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd
  11. Eibela.Com। "আনোয়ারা আওয়ামীলীগের ফলাফল দশে দশ"
  12. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বারশত ইউনিয়ন - বারশত ইউনিয়ন"barasatup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.