রাঙ্গামাটি পৌরসভা
রাঙ্গামাটি পৌরসভা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি পৌরসভা।
রাঙ্গামাটি | |
---|---|
পৌরসভা | |
রাঙ্গামাটি পৌরসভা | |
![]() ![]() রাঙ্গামাটি | |
স্থানাঙ্ক: ২২.৪০° উত্তর ৯২.১০° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | রাঙ্গামাটি সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
সরকার | |
• পৌর মেয়র | আকবর হোসেন চৌধুরী |
আয়তন | |
• মোট | ৬৪.৭৫ কিমি২ (২৫.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৮,৫৮৭ |
• জনঘনত্ব | ১২০০/কিমি২ (৩১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০.১০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫০০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
রাঙ্গামাটি পৌরসভার আয়তন ৬৪.৭৫ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গামাটি পৌরসভার লোকসংখ্যা ৭৮,৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ৪৩,৭৬৩ জন এবং মহিলা ৩৪,৮২৪ জন।[2]
অবস্থান ও সীমানা
রাঙ্গামাটি সদর উপজেলার মধ্যাংশে রাঙ্গামাটি পৌরসভার অবস্থান। রাঙ্গামাটি জেলা সদর এ পৌরসভায় অবস্থিত। এর উত্তরে সাপছড়ি ইউনিয়ন, পশ্চিমে সাপছড়ি ইউনিয়ন ও মগবান ইউনিয়ন, দক্ষিণে কাপ্তাই হ্রদ এবং পূর্বে কাপ্তাই হ্রদ ও বালুখালী ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
রাঙ্গামাটি শহরের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৬৭ সালে টাউন কমিটি গঠিত হয়। এ কমিটি ১৯৭১ সাল পর্যন্ত কার্যকর ছিল। ১৯৭২ সালে রাঙ্গামাটি ও ঝগড়াবিল মৌজার ৬৪.৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রাঙ্গামাটি পৌরসভা গঠিত হয়। এর প্রথম চেয়ারম্যান ছিলেন ছৈয়দ তফাজ্জল হোসেন। এ পৌরসভাকে ১৯৮৭ সালের ২০ সেপ্টেম্বর খ শ্রেণী এবং ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি ক শ্রেণীতে উন্নীত করা হয়।[2]
প্রশাসনিক এলাকা
রাঙ্গামাটি পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | জালিয়া পাড়া, পুরাণ পাড়া |
২নং ওয়ার্ড | নিউ রাঙ্গামাটি |
৩নং ওয়ার্ড | পুলিশ লাইন |
৪নং ওয়ার্ড | ডিয়ার পার্ক |
৫নং ওয়ার্ড | আসামবস্তি, স্বর্ণটিলা, ঝগড়াবিল, বিলাইছড়ি পাড়া |
৬নং ওয়ার্ড | ভেদভেদী |
৭নং ওয়ার্ড | বনরূপা, কাঁঠালতলী, ত্রিদিব নগর |
৮নং ওয়ার্ড | রাজদ্বীপ |
৯নং ওয়ার্ড | গোধূলী আমানতবাগ, মৈত্রী নগর, বিহারপুর, কাটাছড়ি |
শিক্ষা ব্যবস্থা
রাঙ্গামাটি পৌরসভার সাক্ষরতার হার ৭০.১০%।[1] এ পৌরসভায় ১টি মেডিকেল কলেজ, ২টি সরকারি কলেজ, ১টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মেডিকেল কলেজ
- কলেজ
- রাঙ্গামাটি সরকারি কলেজ
- রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ
- কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র
- এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (ATI), রাঙ্গামাটি
- মাদ্রাসা
- আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসা
- রাঙ্গামাটি সিনিয়র (আলিম) মাদ্রাসা
- রাঙ্গামাটি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়
- মহানগর রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয়
- মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়
- মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়
- রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়
- রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়
- লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ
- শহীদ আবদুল আলী একাডেমী
- শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ওমদামিয়া হিল পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- কাঁটাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- মিতিঙ্গাছড়ি ভোয়াইল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আলুটিলা উলুছড়া পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কবি অরুণ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঝগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডিয়ার পার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ত্রিদিব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিউ রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুরাণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুলিন বিহারী দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিলাইছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিকছড়ি প্রিয়মোহন দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মৈত্রী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজা নলিরাক্ষ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
রাঙ্গামাটি পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। এছাড়া বড়ইছড়ি-রাঙ্গামাটি সড়ক হয়েও চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে যোগাযোগ করা যায়। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
রাঙ্গামাটি পৌরসভার মূল জলাশয় কাপ্তাই হ্রদ।[1]
হাট-বাজার
রাঙ্গামাটি পৌরসভার প্রধান হাট-বাজার হল রাঙ্গামাটি নতুন বাজার, তবলছড়ি বাজার ও রিজার্ভ বাজার।[1]
জনপ্রতিনিধি
- বর্তমান মেয়র: আকবর হোসেন চৌধুরী[4]
চিত্রশালা
- রাঙ্গামাটি ঝুলন্ত সেতু
- কাপ্তাই হ্রদ
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "রাংগামাটি পৌরসভা কার্যালয়"। sadar.rangamati.gov.bd।
- "দশনীয় স্থান - রাঙ্গামাটি সদর উপজেলা-"। sadar.rangamati.gov.bd।
- "মেয়রের প্রোফাইল - রাঙ্গামাটি সদর উপজেলা-"। sadar.rangamati.gov.bd। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮।